সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে জাল টাকাসহ মনির তালুকদার (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ১ হাজার টাকা মানের ও ৭টি ২০০ টাকা মানের জাল নোট জব্দ করে পুলিশ।

গ্রেফতার মনির তালুকদার উপজেলার কুমারখালী গ্রামের সৈয়দ আলী তালুকদারের ছেলে। গেল ঈদে তিনি নিজেকে সংবাদিক পরিচয়ে পোষ্টার সাঠিয়ে এলাকাবাসিকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনির তালুকদারকে তার বাড়ী থেকে ভোরে আটক করা হয়। এসময়ে তার কাছ থেকে ১ হাজার ও ২০০ টাকা মানের ৯টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার কাছ থেকে ‘অপরাধ অনুসন্ধান ডট টিভি’ ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’ এর নির্বাহী মেম্বারের পরিচয়পত্র পাওয়া গেছে। সে নিজেকে সাংবাদিক বলে দাবি করেছে। এ ঘটনায় থানায় মামলার দায়ের করা হয়েছে।

(এস/এসপি/জুলাই ০৫, ২০২৪)