ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার গভীর রাতে দুই গরু চোর সহ চোরাইকৃত গরু উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

আটক দু'জন হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ধর গ্রামের কৃষ্ণচন্দ্র দাসের ছেলে রনি চন্দ্র দাস (২৩) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার ছোট মোনলা গ্রামের আজহার পাঠানের ছেলে মাসুম পাঠান (১৬)। তারা আশুলিয়ার জিরানি এলাকায় থেকে বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই করে বেড়াতো।

গরুর মালিক কালিয়াকৈর উপজেলার ঢাল জোড়া গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে সুলতান আলী বলেন, গরু চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিরাতে গভীর রাত পর্যন্ত গরু পাহারা দেই। রাত একটা পর্যন্ত জেগে থেকে ঘুমাতে গিয়েছি। রাত দুইটার মধ্যেই গরু চোরেরা গরু নিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) তরিকুল ইসলাম জানান, গরু চোরেরা গরু নিয়ে পালিয়ে যাবার সময় আমাদের টহল পুলিশের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে গরু চুরি করে নিয়ে এসেছে বলে বিষয়টি নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চুরির মামলার রাজু করা হয়েছে। তাদের দুইজনকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

(আইএস/এসপি/জুলাই ০৫, ২০২৪)