স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সিরিয়ার মধ্যে চার জাতি টুর্নামেন্টে আয়োজনের কথা ছিল। জুলাইয়ে আয়োজিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট।

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে লেবাননে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ এবং নেপাল। চার জাতি টুর্নামেন্টের বদলে এখন ভুটানে তিন জাতি টুর্নামেন্টের প্রস্তুতি চলছে।

১১ ও ১৪ জুলাই থিম্পুতে গিয়ে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এখন নেপাল যুক্ত হওয়ায় ম্যাচের সূচিও পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে তিন জাতি টুর্নামেন্টটি জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে হতে পারে।

এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘ভুটান জানিয়েছে তারা আমাদের নিয়ে তিনজাতি টুর্নামেন্ট করতে চায়। আগে শুধু ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। এখন নেপাল নিশ্চিত করলে তখন ম্যাচও বাড়বে। সূচিতে পরিবর্তন আসবে। আমরা মৌখিকভাবে হ্যাঁ বলেছি। এখন লিখিত পেলে তখন পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তবে তিন জাতি টুর্নামেন্টকে ঘিরে এগোচ্ছি। ’

(ওএস/এএস/জুলাই ০৫, ২০২৪)