শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও নাবিল পরিবহণের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২৫ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর দইসই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন, ট্রাক চালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপট্রি এলাকার হাসু (৪০), বাসযাত্রী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানেশের ছেলে আলী (৫২), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার মৃত লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), বোচাগঞ্জ উপজেলার জাহিদের মেয়ে বিভা (১০), চিরিরবন্দর উপজেলার কোচনা এলাকার ৫ মাসের শিশু জায়না।

এর মধ্যে ঘটনাস্থলে নিহত হয়,ট্রাক চালক হাসু। আর বাকি চারজন হাসপাতালে আনার পর মারা যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫ টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) নিহত হয়।

পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরো চার জন মারা যান। দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা আগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন, কোতয়ালী থানা পুলিশ।

(এসএএস/এএস/জুলাই ০৫, ২০২৪)