ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। শহরের ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ শাহজাহান খান এমপি সভাপতিত্ব করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

সংশ্লিষ্টরা জানান, সভায় আওয়ামী লীগের রংপুর বিভাগের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর ও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রগণ এই বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সভা বিশেষ ভূমিকা রাখবে।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক বলেন, বর্ধিত সভা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।

সভায় রংপুর বিভাগে দলের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর ও সাংগঠনিক উপজেলা–থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা–উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌর মেয়ররা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্ধিত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

রংপুর বিভাগ আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছেন জেলা–উপজেলার শীর্ষ নেতারা। বিভিন্ন এলাকার কার্যালয়গুলোতে নেতা–কর্মীদের সমাগম বেড়ে গেছে। শহরের প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশনায় বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। সভায় বিভাগের পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

(ওআরকে/এএস/জুলাই ০৪, ২০২৪)