স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে ফাইনাল ম্যাচ আজ বুধবার পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

এই ম্যাচে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে ৬-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ধাক্কামারা ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ম্যান অব দা ম্যাচ হয়েছে ধাক্কামারা ইউনিয়নের বিপ্লব, ম্যান অব দা টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করেছে সদর ইউনিয়নের আল জোবায়ের উচ্ছ্বাস।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এস মো. শাহনেওয়াজ প্রধান শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, পঞ্চগড় সদর এসি ল্যান্ড মোছা. মলিহা খানম। ৪ জুলাই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রমিলা ফুটবল ম্যাচ।

এই প্রীতি ম্যাচে লড়াই হবে পঞ্চগড় বনাম জয়পুরহাট প্রমিলাদলের নামীদামী নারী খেলোয়াড়রা। আগামী ৬ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব। এই খেলায় মুখোমুখি হবে এসএফসিএ টু-স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা বনাম রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৮টি দল নিয়ে পরিচালিত এই আসরের ১১ জুন উদ্বোধন করেছিলেন টুর্নামেন্ট সভাপতি, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।

দু'টি সেমিফাইনালে যে চারটি দল পরস্পর মুখোমুখি হবার গৌরব অর্জন করে এরা হলো, রাজশাহী কিশোর ফুটবল একাডেমি, এসএফসিএ-টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা, বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি ও এসআরএফসি রাণীশংকৈল ঠাকুরগাঁও।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশ-বিদেশের ফুটবল তারকা অংশ নিচ্ছে।

(আরএআর/এসপি/জুলাই ০৩, ২০২৪)