সরদার শুকুর আহম্দে, বাগেরহাট : বাগেরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব নির্ধারিত সমাবেশ পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে বলে দাবি করেছে জেলা বিএনপি। 

আজ বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয় ঘিরে রেখে ও মোড়ে-মোড়ে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গতিরোধ করায় নির্ধারিত সমাবেশ পরিকল্পিত ভাবে পুলিশ পন্ড করে দেয়। বুধবার দুপুরে বাগেরহাটে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে কেন্দ্রীয় বিএনপি'র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।

বাগেরহাট শহরের হরিণখানায় জেলা বিএনপি আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের বাস ভবনে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীম জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় থানার মোড়ে বাগেরহাট জেলা বিএনপি অফিস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। সকাল থেকে পুলিশ পরিকল্পিত ভাবে জেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে। একই সাথে মোড়ে-মোড়ে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের গতিরোধ আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশ পন্ড করে দেয়। পুলিশকে সরকারের পেটোয়া বাহিনী উল্লেখ করে এধরনের অগানতান্ত্রিক কর্মকান্ডের তীব্র নিদ্দা জানান এই কেন্দ্রীয় নেতা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা হাবিবুর রহমান সিদ্দিকী, সৈয়দ নাসির আহম্মেদ মালেকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জুলাই ০৩, ২০২৪)