শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন মানুষজন। উপজেলার বিভিন্ন স্থানে অহরহ চুরি হয়ে যাচ্ছে পথচারীদের টাকা, মোটরসাইকেল, গবাদিপশু ও টিউবওয়েলের মাথাসহ নানান জিনিসপত্র। 

জানা যায়, গত রবিবার (৩০ জুন) উপজেলার কাজিয়াকান্দা গ্রামের পান দোকানদার নূর হোসেন পৌরসভার আমুয়াকান্দা বাজারে গরু কিনতে গেলে তার পকেট থেকে ২৪ হাজার টাকা চুরি হয়ে যায়। গত ২৮ জুন উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালীন সময়ে ৩ টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ জুন উপজেলার কাড়াহা গ্রামে সাংবাদিক এটিএম রবিউল করিমের বাড়ি থেকে ৩ টি ছাগল ও ৯ টি রাজ হাঁস চুরি হয়েছে। গত ১৩ জুন ফুলপুর বাসস্ট্যান্ডে সোনালী ব্যাংকের সামনে নগরবেড়া গ্রামের রুমেছা খাতুনের ব্যাগ থেকে পেনশনের ৮ হাজার টাকা চুরি হয়েছে।

এছাড়াও ফুলপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামে বেশকিছু টিউবওয়েলের মাথা চুরির ঘটনা ঘটেছে। উপজেলায় চুরি প্রতিরোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী।

(এসআই/এসপি/জুলাই ০৩, ২০২৪)