স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের প্রতিবেদন বিচারকাজে সহায়তা করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

মঙ্গলবার (২ জুলাই) সুপ্রিম কোর্ট আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোর্টের রুলস জানা থাকলে আপনাদের (সাংবাদিক) জন্য সুবিধা হবে। কোর্টের প্রচলিত রীতি-নীতি, সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

গত শুক্রবার (২৮ জুন) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের গঠনতন্ত্র প্রয়োগ নিয়ে সদস্যদের মধ্যে তর্ক হয়। এর জেরে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়।

একপক্ষের কমিটির সভাপতি দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ-উল-আলম আর সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজের জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুজ্জামান মিশন।

অপর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হন চ্যানেল টোয়েন্টি ফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমান রানা ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক গোলাম রব্বানী।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিচার বিভাগের কতিপয় কর্মচারীর ভুলে ৩০ বছর ধরে একটি হত্যা মামলার বিচার আটকে আছে। ৩০ বছর ধরে হত্যা মামলার নথি গায়েব-এমন রিপোর্ট গণমাধ্যমে দেখেই এ নিয়ে কাজ শুরু করি। নথি খুঁজে বের করতে চিঠি লেখা হয় হাইকোর্টের রেজিস্ট্রারকে। পরে নথি খুঁজে পাওয়া যায়।

এ এম আমিন উদ্দিন বলেন, আইন-আদালত নিয়ে যেসব সাংবাদিক প্রতিবেদন তৈরি করেন, তাদের আইন সম্পর্কে জানা থাকলে এটি তৈরিতে সহায়ক হবে। কোর্টের রুলস আপনাদের জানা থাকলে সেটি করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের যে প্রচলিত রীতি-নীতি, তারপর সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

এ সময় মাসউদুর রহমান রানা ও গোলাম রব্বানীর নেতৃত্বে গঠিত ল রিপোর্টার্স ফোরামের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, দপ্তর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৪)