মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : নিজ জমিতে স্থাপিত চায়না বেগমের বসতঘর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাউল সমাজ।

মঙ্গলবার (২ জুলাই) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়ার সামনে মানববন্ধনে সাধু সমাজের বার্তা লালন অনুসারী চায়না বেগমের স্বামীর সমাধিস্থলেই বসতি গড়ে দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

গত ২৬ জুন কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে লালন অনুসারী গাজীর উদ্দিন ফকিরের সমাধিস্থলে স্থাপিত তার স্ত্রী চায়না বেগমের বসতঘর ভেঙে তাকে উচ্ছেদ করেন ওই এলাকার একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। ওই বিষয়ে চায়না বেগম থানায় অভিযোগ জানালে উভয়পক্ষকে তাকে অন্য জায়গায় ঘর করে দেওয়ার কথা বলা হয়। তবে এ সিদ্ধান্ত মেনে নেননি চায়না বেগম। ক্ষুব্ধ হন সাধু সমাজও। তারই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মানববন্ধন করেন চায়না বেগমসহ স্থানীয় সাধু সমাজ। চায়না বেগমের বসতি উচ্ছেদে সম্প্রতি দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

(এমজে/এসপি/জুলাই ০২, ২০২৪)