ঈশ্বরদী প্রতিনিধি : কটুক্তিমূলক কথা সইতে না পেরে ঈশ্বরদীতে রিয়া খাতুন (১৯) ও সাজেদুল ইসলাম (২১) নামের এক নব দম্পত্তি বিষপানের ঘটনায় স্ত্রীর পর স্বামীরও মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সাজেদুল মৃত্যুবরণ করে। এর আগে একইসাথে বিষপানের ফলে সোমবার (১ লা জুলাই) সকালে গৃহবধূ রিয়া খাতুন মৃত্যুবরণ করেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  মনিরুল ইসলাম সাজেদুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রবিবার (৩০ জুন) নব দম্পতির বিষপানের হৃদয়বিদারক ঘটনা ঘটেছ উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ফটিক মোড়ের আজতব প্রামানিক বাড়িতে। নিহত রিয়া ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা এলাকার লেরু মোল্লার মেয়ে এবং সাজেদুল একই ইউনিয়নের চরগড়গড়ি এলাকার আজতব প্রামানিকের ছেলে।

নিহত সাজেদুলের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় একমাস আগে রিয়া ও সাজেদুল প্রেম করে পালিয়ে বিয়ে করে। রিয়ার পরিবার বিয়ে মেনে না নিলেও সাজেদুলের পরিবার বিয়ে মেনে নেয়। সাজেদুলের বাড়িতে শ্বশুড়, শ্বাশুড়ি, ননদসহ আত্মীয়দের নিয়ে সুখেই ছিলো রিয়া। কিন্তু রিয়ার দূর সম্পর্কের নানী (চাচির মা) শ্বশুড় বাড়িতে গিয়ে রিয়াকে নানারকম কটুক্তিমূলক কথা বলেন। একপর্যায়ে থুথু ফেলে তাদের ভালবাসার বিয়ের প্রতি ঘৃণা প্রকাশ করেন। এতে চরমভাবে অপমানিত হয়ে সাজেদুল ও রিয়া পরিবারের লোকজনের চোখের আড়ালে নিজ ঘরে ঘাস মারা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করে। সেখানেই সোমবার সকালে রিয়ার মৃত্যু হয়। স্বামী সাজেদুল জীবন সংকটে অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর রাত সাড়ে নয়টার দিকে মারা যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) মনিরুল ইসলাম জানান, নবদম্পত্তি বিষপানে মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মামলা নং ৩। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

(এসকেকে/এসপি/জুলাই ০২, ২০২৪)