একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় স্কুল শিক্ষক গুরুতর আহত হয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে।

গতকাল (৩০ জুন) রবিবার দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের মাহাত্তাব বিশ্বাসের দোকানে খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল অবস্থান করছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই অর্তকিত হামলা চালায় একই এলাকার মফিজ রহমান,চঞ্চল দেওয়ান ও বোয়ালিয়া গ্রামের সজীব।

আহত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল কে উদ্ধার করে স্থানীয় লোকজন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে আহতের স্ত্রী শারমিন নাহার বিথী কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আহত স্কুল শিক্ষকের স্ত্রী বলেন পূর্ব শত্রুতার জের ধরে মাঝে মধ্যেই গালাগালি করতো মফিজ রহমান।

গতকাল এরই ধারাবাহিকতায় এ হামলা চালিয়েছে। তিনি আর ও বলেন আমি পরিবার নিয়ে সঙ্কায় আছি যে কোন সময় বড় ধরনের হামলা চালাতে পারে। হাসপাতালে ভর্তি হয়েও নিরাপদে নেই আমরা, এখানেও লোকজন নিয়ে এসে আমাদের ভয় দেখাচ্ছে এই মফিজ রহমান ও চঞ্চল দেওয়ান।

কালুখালী থানার চার্জ অফিসার এসআই মোঃ সোহেল রানা বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এএস/জুলাই ০১, ২০২৪)