একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল গত ২৭ জুন ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) সাইফুদ্দীন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৪ জুলাই।

এদিকে তফসিল ঘোষণার পর গতকাল ৩০ জুন প্রথম কর্মদিবসে ৫জন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুজা উদ্দিন মৃধা, পাংশা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ সরদারের পুত্র আবুল কালাম আজাদ। এছাড়া সুজা উদ্দিন মৃধার ছোট ভাই মোঃ ছরোয়ার হোসেন ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জানা যায়, খন্দকার তাজবীর হাসান সিসিলের পিতা খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি মাছপাড়া ইউপির ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবারে মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে তিনি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। পদটি শূন্য হওয়ার পর থেকেই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনমত গঠনে মাঠে রয়েছেন- খন্দকার তাজবীর হাসান সিসিল, সুজা উদ্দিন মৃধা, খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও আবুল কালাম আজাদ। নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা। গত ২৩ জুন রাতে সুজা উদ্দিন মৃধা ও খন্দকার তাজবীর হাসান সিসিলের কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

পাংশা উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মাছপাড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮০০ জন। ইভিএম পদ্ধতিতে মাছপাড়ার উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে।

(একে/এসপি/জুলাই ০১, ২০২৪)