বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের সুশান্ত কুমার গুহর বাড়ির বিল্ডিংয়ের গ্রিলের কড়া ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণের টিপ ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত আড়াইটার সময় অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি মুখে মাক্স পড়া অবস্থায় সুশান্ত কুমার গুহর বাড়ীর একতলা বিল্ডিংয়ের পাশে টিনের চার চালা ঘরের বারান্দার গ্রিলের দরজার কড়া ভেঙ্গে একতলা বিল্ডিংয়ের দরজা না দেওয়ায় সহজেই প্রবেশ করে।

সুশান্তর ছেলে শুভ্র ওরফে শোভন (১৭) রুমে তিনজন প্রবেশ করে। শোভনের ঘুম ভেঙ্গে গেলে তিনজন লোককে তারা দেখতে পায় এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা শোভন কে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলে। পাশের কক্ষে শোভনের বাবা ঘুমিয়ে ছিল। শোভনের বাবার কক্ষে ফ্লাই বোর্ডের টেবিলের ড্রয়ার ভেঙে ২৫ হাজার নগদ টাকা ও স্টিলের আলমারির ভিতরে থাকা একটি স্বর্ণের টিপ এবং একটি বাটন মোবাইল ফোন, একটি মাটির ব্যাংক নিয়ে যায়।

সুশান্ত কুমার গুহ বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা চলে যাওয়ার সময় শোভন চারজন ব্যক্তিকে দেখতে পেয়েছে। এ বিষয়ে রবিবার বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

(একে/এএস/জুন ৩০, ২০২৪)