বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় নবীনগর উপজেলা সদরের কালিবাড়ি সংলগ্ন অঞ্জলি সাহার দ্বিতল ভবনে অবস্থিত একাডেমি কার্যালয়ে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেইক কাটার মধ্য দিয়ে নান্দনিক এক আয়োজনে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সঙ্গীত একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আজকের পত্রিকা ও মোহনা টিভি'র নবীনগর প্রতিনিধি সাইদুল আলম সোরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক 'মানবতার কবি' খ্যাত কাজী ওয়াজেদ উল্লাহ জসীম।

সঙ্গীত একাডেমির পরিচালক শিক্ষক শ্যামল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সঙ্গীত একাডেমির সঙ্গীত প্রশিক্ষক ওস্তাদ চন্দন আচার্য, নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, বাচিক শিল্পী ও শিক্ষক স্বরুপ সাহা ও সাংবাদিক খন্দকার আলমগীর হোসেন। অনুষ্ঠানে অভিভাবক সাবিকুন্নাহার সুমিসহ কয়েকজন শিক্ষার্থীও বক্তব্য রাখেন।

বক্তারা ওস্তাদজীর জন্মভূমি স্বয়ং নবীনগরের শিবপুরে যেখানে তাঁর নিজ পূণ্য ভিটিতে চরমভাবে তিনি উপেক্ষিত, অবহেলিত! সেখানে ওস্তাদজীর নামে নবীনগর সদরে একটি সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করে সেটি দুই বছর একটানা চালিয়ে রাখার সঙ্গে জড়িতদের নিয়ে ভূয়সী প্রশংসা করেন। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন।

পরে আমন্ত্রিত অতিথিদের অনুরোধে একাডেমির সঙ্গীত প্রশিক্ষক চন্দন আচার্য মলয়া সঙ্গীতসহ বেশ কয়েকটি আধুনিক গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সবশেষে দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে অসহনীয় গরমের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় তিন ঘন্টার বেশী সময় ধরে চলা এই নান্দনিক আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ নসু ভাই দুই বছর আগে জগৎখ্যত সঙ্গীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ওস্তাদজীর নামানুসারে এই সঙ্গীত একাডেমি'টি প্রতিষ্ঠা করেন।

(জিডি/এসপি/জুন ৩০, ২০২৪)