বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজবনগ্রামে মিশ্র ফলের বাগান করে লাভের স্বপ্ন দেখছেন মোঃ রিয়াজ উদ্দিন নামের এক বেকার যুবক। ফেইসবুক ও ইউটিউব দেখে নিজের মনের স্বপ্ন বাস্তবায়ন করতে এবং বেকার জীবন থেকে সরে কর্মমুখী জীবনের সন্ধানে উপজেলার রাজবনগ্রামে এগ্রো নার্সারীও মিশ্র ফল বাগিচা তৈরি করেছেন। 

এ ফলের বাগিচায় ভিয়েতনাম বারোমাসি মাল্টা ২ শত পিস গাছে ফল এসেছে। প্রতি কেজি পাইকারি মূল্য ১৫০ টাকা। এবং খুচরা ২৫০ টাকা দামে বিক্রয় করা হবে। এ বছর মাল্টা থেকে প্রায় ৫ থেকে ৬ লাক্ষ টাকা লাভ হবে। বারোমাসি জাতের আম থেকে প্রায় লক্ষ টাকা আয় হবে বলে তিনি মনে করেন।

মোঃ রিয়াজ উদ্দিন জানান, ৪৩০ পিচ গাছে ৫০ হাজার টাকার পিয়ারা বিক্রয় করেছি বাগিচায় আরো এক লাক্ষ টাকার পেয়ারা রয়েছে। দার্জিলিং এর কমলা ১০০ শত টি গাছ রয়েছে এখনো ফল আসেনি। এছাড়া নিজ বাড়িতে বস্তার মধ্যে ৪০০ প্যাকেট বারি এক জাতের আদার গাছ রোপন করেছেন। প্রতি বস্তায় এক থেকে দেড় কেজি আদা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি কেজি আদা স্থানীয় বাজারে ৩ শত টাকা কেজি দামে বিক্রয় হবে বলে জানান এই উদ্যোক্তা।

শরিফা ফল ৭০ পিচ সরকারি ভাবে কৃষি অফিস অফিস দিয়েছে। ৫০ পিচ আপেল কুল, কাগজি লেবু ৫০ পিচ, ১শ, ২৪ শতক জমিতে নিজ উদ্যোগে মিশ্র ফলের বাগিচা তৈরি করেন তিনি। এছাড়া ব্যাংক লোন নিয়ে সার, ঔষধ, কৃষকের খরচ করেছেন বলেন জানান তিনি।

এ বিষয়ে মিশ্র ফল বাগানের মালিক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, সব মিলিয়ে সফল একটি পরিবেশের দিকে আসছি এরকম মনে হচ্ছে। সফল হওয়ার সম্ভাবনা আছে আমার। এক বছর ৮ মাস পূর্বে মিশ্র ফল শুরু করি। প্রথমে অনেক কষ্ট করেছি অনেকে অনেক রকম কথা বলতো।এখন আমার ভালো লাগে এবং অনেক আনন্দ লাগে। এটা দরকার দেশের জন্য ও দেশের মানুষের জন্য এবং নিজের পরিবারের জন্য। এই ফল ফরমালিনমুক্ত।

(বিএস/এসপি/জুন ২৮, ২০২৪)