শিউলি আহমেদ

বৃদ্ধ হতে চাই একই সাথে
ঘর বেঁধেছি এই আশাতে
কে জানে তার শেষটা কি হবে ?
জীবন খেলায় মেতে আছি
দিগ্বিদিক না ভেবে ।
শূন্য আমি শূন্যে ছিলাম
শূন্যে যাবো চলে,
জীবন নিয়ে রঙিন খেলায়
তবু আছি মেতে।
স্বপ্ন সাজাই ভেলায় ভেসে
ঘোরের ঘরে স্বপ্ন ভাঙ্গে,
ভোরের আলোয় উঠি জেগে
দিন ফুরিয়ে রাত হয়ে যায়
ধরার নেশায় কেটে,
স্বপ্নগুলো স্বপ্নে ভাবায়
বেঁচে থাকার স্বপ্ন দেখায়,
জীবন তরী কিনারা খুঁজে
উথাল পাথাল ঢেউয়ের ভাজে।
অন্ধকারে ফুরিয়ে যাব
শেষ বিকেলের শেষে
শূন্যে ছিলাম শূন্যে যাবো চলে,
তীব্র তব বাঁচার স্বাদ
বেঁচে থাকার আর্তনাদ,
মিথ্যে হলে মানিয়ে নিও
সকল ব্যথা ভুলে।
তব চিহ্ন থেকে যাবে মম
শূন্য ছায়া হয়ে ,
ধরার ধুলিতে লুটিতে লুটিতে
হাসিব নয়ন জলে।
থেকে যাব, না থাকাতে
তুমি আমি এক ই প্রাতে।