তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : স্মার্ট ও দক্ষ জাতি গড়ার লক্ষ্যে গোপালগঞ্জে কলেজ শিক্ষকদের ১০ দিনের বেসিক আইসিটি ট্রেনিং শেষ হয়েছে। শহরের সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এ ট্রেনিং এর আয়োজন করে।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদ রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রফেসর আ.ক.ম খলিলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোর্স পরিচালক সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, প্রশিক্ষনার্থী সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতহাস বিভাগের সহযোগী অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোজ রায়,শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ওমি আক্তার, প্রশিক্ষক সরকারি বঙ্গবন্ধু কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফখরুজ্জামান প্রমূখ।

পরে ট্রেনিংএ অংশ গ্রহনকারী বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষকের হাতে সনদপত্র তুলে দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওহিদ আলম লস্কার।

প্রশিক্ষক ফখরুজ্জামান বলেন, স্মার্ট ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহন করেছে। এ প্রকল্পের আওতায় আমরা শিক্ষকদের বেসিক আইসিটি প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ লভ্যজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকরা ছড়িয়ে দেবেন। শিক্ষার্থীরা দক্ষ ও স্মার্ট জনশক্তি হয়ে বেড়ে উঠবে। ইতিমধ্যে আমরা শিক্ষদের ২টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করেছি। সামনে আরো ২টি ব্যাচের প্রশিক্ষণের আয়োজন করা হবে। এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে জানান ওই প্রশিক্ষক।

(টিবি/এসপি/জুন ২৭, ২০২৪)