কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে কৈশোর মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে গভীররাত অবধি বোয়ালমারী সরকারি কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে-বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে সংস্থাটি। এতে উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১৯৮টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে।

এসডিসির সিনিয়র সহকারী পরিচালক (অডিট ও মনিটরিং) খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক প্রসেনজিৎ পালের সঞ্চালনায় কৈশোর মেলায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, পরিচালক অপারেশন খন্দকার হামিদুল ইসলাম সোহাগ, কৈশোর কর্মসূচির সমন্বয়ক শাহিনা আক্তারসহ সংস্থাটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কৈশোর মেলায় স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক, নিরাপদ খাদ্য, বাল্যবিবাহ, বয়ঃসন্ধিকালীন সমস্যা, নিরাপদ পানি, নিরাপদ মাতৃত্ব, নিরাপদ ঋতুচক্র, স্তন ও জরায়ু ক্যানসার, পাঠাগারসহ নানা সচেতনতামূলক ইভেন্টে ১৬টি স্টল অংশ গ্রহণ করে। এ সময় স্বরচিত কবিতা লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ স্টল এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

(কেএফ/এসপি/জুন ২৭, ২০২৪)