ফরিদপুর প্রতিনিধি : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৃহত্তর ফরিদপুর জেলার ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন (পিপিএম সেবা),ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো: নজরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ক্যাবের গোপালগঞ্জ জেলা সভাপতি বাবলু মিয়া, মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শাহজাহান খান, বোয়ালমারী উপজেলা সভাপতি মহব্বত জান চৌধুরী ও আলফাডাঙ্গা উপজেলা সভাপতি কবীর হোসেন প্রমুখ।

ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ক্যাবের আয়োজনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের পরিচালনায় বৃহত্তর ফরিদপুরের জেলা, উপজেলা কক্যাবের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

(এসএফএ/এএস/জুন ২৬, ২০২৪)