মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সু্বর্ণচর উপজেলায় খরিফ ২/২০২৪ -২৫ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রানায়নিক সার বিতরণ ও কৃষি মেলার উদ্বোধন  করা হয়েছে।

২৬ জুন (বুধবার) দুপুর ১ টায় উপজেলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আল আমিন সরকারের সাথে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্যাহ আল মামুন জাবেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহজালাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।

কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে রেমালে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৬ শত পরিবার এবং আমন প্রনোদনা ৩ হাজার ৮০০ ক্ষতিগ্রস্ত কৃষককে সার ও বীজ প্রদান করা হয়।

(আইইউএস/এএস/জুন ২৬, ২০২৪)