সালথা প্রতিনিধি : ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে মাদার অব হিউম্যানিটি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সকল কার্য সহকারীদের বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মরত বেকার যুবক ও যুব মহিলারা।

বাংলাদেশ নাশনাল সার্ভিস পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহসভাপতি সাজ্জাদ হোসেন শফিকুল ইসলাম, মোঃ মাহবুব হোসেন মোল্যা, যুগ্ন সম্পাদক নাজমুল মাতুব্বর, সাহেবুজ্জামান মিয়া অব্র, সাংগঠনিক সম্পাদক রাজু কুমার দাস, দপ্তর সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক শাহআলম হোসেন রাজিব সহ বেকার কয়েকশো যুবক যুবতী।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসে সালথার অবহেলিত ৫০০ জন বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া করি এবং আজীবন দোয়া করে যাবো। বর্তমানে প্রকল্পের মেয়াদ শেষে ৫০০ জন বেকারের সংসার চালাতে কষ্ট হচ্ছে। ৫০০ টি পরিবারের কথা চিন্তা করে আমাদের চাকরি স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি করে আমাদের বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি চাই।

(এএন/এসপি/জুন ২৫, ২০২৪)