তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : রাসেলস ভাইপার সহ যে কোন বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ। 

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান গোপালগঞ্জ বাসীর উদ্দেশে বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপার সহ বিষাক্ত সর্প দংশনের যে ওষুধ তা আমাদের হাসপাতাল গুলোতে পর্যাপ্ত মজুত আছে। গোপালগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে স্নেক অ্যান্টিভেনোম রয়েছে। কাউকে যদি সাপে দংশন করে তাহলে ওঝাবাড়ি না গিয়ে আপনারা সরাসরি হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্প দংশন বিষয়ক সচেতনতা মূলক সভায় তিনি একথা বলেন।

সভায় গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাঃ জিবিতোষ বিশ্বাস, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল লতিফ, সহকারী রেজিস্ট্রার ডাঃ নাঈমুল ইসলাম মুনহাজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিসার ডাঃ দীবাকর বিশ্বাস সহ ৫ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

(টিবি/এসপি/জুন ২৪ ২০২৪)