আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সোনার বাংলা গড়ায় প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।

গত রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলামের হাত থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহন করেন ইউএনও আবু আবদুল্লাহ।

শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সোমবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএওকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ স্বীকৃতি সরকারি দায়িত্ব পালনের গতিকে আরো ত্বরান্বিত করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

উল্লেখ্য, গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ আবু আবদুল্লাহ খান যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন।

(টিবি/এসপি/জুন ২৪ ২০২৪)