সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নবাগত কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেছেন, জনগণের ভোগান্তি লাঘব করে স্বচ্ছভাবে ভূমি সেবা দিতে চাই। এজন্য চাই সকল মহলের আন্তরিক সহযোগিতা। তিনি বলেন, সরকার যে উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে আমি কেন্দুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সরকারের সঠিক নির্দেশনা বাস্তবায়ন করে জনগণের মাঝে ভূমি সেবা নিশ্চিত করতে চাই। 

আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় তার কার্যালয়ে এই প্রতিনিধির সাথে দেয়া এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

জানা যায়, জনাব জান্নাত ৩৮ তম বিসিএসের একজন কর্মকর্তা হিসেবে প্রথমেই রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মে যোগদান করেন। সেখানে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে বিভাগীয় কমিশনার ময়মনসিংহ কার্যালয়ে কিছুদিন দায়িত্ব পালনের পর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কেন্দুয়ায় প্রথম পদায়ন। প্রথম কর্মদিবসেই জনগণের কষ্ট লাঘবের কথা তুলে ধরে স্বচ্ছভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন তিনি। জামালপুর জেলার বকশিগঞ্জে জন্ম গ্রহণ করেন জান্নাত। তার বাবা আব্দুল ওয়াদুদ ও মাতা জাহিদা ইয়াসমিন। ২০০৬ সালে উলফাতুন্নেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতীত্বের সাথে এসএসসি পাশ করার পর শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেশন জটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনার্স সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। এক কন্যা সন্তানের মা জান্নাত লেখাপড়া শেষ করার পর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক নালিতা বাড়ি শাখায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সেখানে থেকেই ৩৮তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ন হন তিনি। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম কর্মে যোগদান করায় লোক সংস্কৃতির রাজধানী কেন্দুয়া এবং কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তার সুন্দর আগামীর পথে অভিন্দন জানানো হয়।

(এসবি/এসপি/জুন ২৩, ২০২৪)