সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : রূপালী ব্যাংক কেন্দুয়া শাখার সেবা আরও বাড়াতে চান মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে রূপালী ব্যাংক কেন্দুয়া শাখার ম্যানেজার হিসেবে ২৩ জুন কর্মে যোগদান করেন। ব্যাংকের সম্মানিত গ্রাহক তথা জনগণ যাতে সঠিক সেবা থেকে বঞ্চিত না হন সেদিক থেকে তিনি যথেষ্ঠ সজাগ দৃষ্টি রাখবেন। ২০০৯ সালের ১৭ মার্চ তিনি চাকুরীতে প্রথম যোগদান করেন। সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসায় তাকে পদোন্নতি দিয়ে কেন্দুয়া শাখায় ম্যানেজার হিসেবে পাঠানো হয়। রোববার কর্মে যোগদানের প্রথম দিনই এই প্রতিনিধির সাথে দেয়া এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

জনাব মাহমুদুল হাসান শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করার পর অর্থনীতি বিভাগ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-২ সম্পন্ন করেন। ত্রিশাল বালিপাড়া শাখায় দায়িত্ব পালনের আগে রূপালী ব্যাংক কেন্দুয়া শাখায় অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। মোহাম্মদ মাহমুদুল হাসান কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ শিক্ষক জামাল উদ্দিনের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক কন্যা ও এক ছেলে সন্তানের জনক হিসেবে সুষ্ঠ ও সুন্দর ভাবে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা চান। সমাজের সর্বমহলে তার সততা ও সুখ্যাতির আলোচনা সবার মুখে মুখে আছে।

(বিএস/এসপি/জুন ২৩, ২০২৪)