তুষার বাবু, নেত্রকোণা : ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শহরের ব্যস্ত অংশ প্রদক্ষিণ করে। পরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড ও অংগ সংগঠনগুল ছোট ছোট নানান মিছিল নিয়ে এসে মুল র‍্যালিতে অংশ নেয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল সহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল আলম ফারাস হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম খান জামি, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাডিফজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খান সুমী, সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত রায় বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা আদতে পরাধিন দেশর মুক্তিকামী বাঙালির স্বাধীনতার সপক্ষের একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। তাই 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ', বাংলাদেশ আওয়ামী লীগকেই তার রাজনৈতিক মূল সংগঠন রুপ বলে মনে করে। বাংলাদেশে যতদিন মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তান বা উত্তরসুরিগণ আছেন, দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ও তার বিকাশের ক্রমধারা কখনো ধূলিস্যাৎ করা যাবেনা।

(টিবি/এসপি/জুন ২৩, ২০২৪)