একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকীম এমপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী কেরামত আলী এমপি। সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি রেজাউল হক, বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মোহাম্মাদ আলী চৌধুরী, সালমা চৌধুরী রুমা, ফখরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন ও জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকীম এমপি প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত সকলকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার আহব্বান জানান।

(একে/এসপি/জুন ২৩, ২০২৪)