রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দিলেন কৃষক শাজাহান বিশ্বাস (৫২)। তিনি শহরতলীর পূর্ব রামকান্তপুরের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মৃত নুরুদ্দিন বিশ্বাস।

তিনি শনিবার বিকেলে শহরতলীর গোল ডাংগীতে কৃষি কাজ করার সময় এই রাসেলস ভাইপার সাপটি দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কনটেইনারের ভিতরে ঢুকিয়ে আটকে ফেলেন।সাপটি লম্বায় প্রায় ‌দেড় ফুট হবে বলে জানিয়েছেন কৃষক শাহজাহান বিশ্বাস।

আজ রবিবার সকালে পূর্ব গঙ্গাবতী এনএফটিসি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান শাহজাহান বিশ্বাসের নিকট হতে রাসেলস ভাইপার সাপটি গ্রহণ করেন।

(আরআর/এসপি/জুন ২৩, ২০২৪)