বিশেষ প্রতিনিধি : প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার সন্ধানে কর্মস্থলে ফিরছে মানুষ।

শনিবার ভোর থেকে কর্মস্থল ফেরা মানুষের চাপ বাড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে। একই চিত্র ছিলো লঞ্চঘাটেও। সেখানে প্রতিটি লঞ্চে ধারন ক্ষমতার বেশি যাত্রী পার করা হচ্ছে।

তবে কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপ বাড়লেও ঘাট এলাকায় ছিল না কোন ভোগান্তি। ভোগান্তি ছাড়াই ঘাটে এসে সরাসরি ফেরি ও লঞ্চে উঠে যেতে পারছে মানুষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, ঈদুল আযহায় ঘাট কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতি ছিল, যে কারনে ঈদে বাড়ি আসা মানুষের ঘাটে কোন ভোগান্তি হয়নি। আবার এখন যারা কর্মস্থলে ফিরছে তারাও ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছে। বর্তমানে এই নৌরুটে ১৮ টি ফেরি ও ২০ টি লঞ্চ চলাচল করছে।

(একে/এএস/জুন ২২, ২০২৪)