শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে আসা লোকজন ঈদ আনন্দ শেষে ঢাকা ফেরার সময় ফুলপুর বাসস্টেশনের যানবাহনগুলোতে এ ভোগান্তির শিকার হচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ও তিনগুণ ভাড়া নিচ্ছেন বাস, ট্রাক ও সিএনজি চালকরা। ফুলপুর হতে ঢাকা পর্যন্ত বাসগুলোতে ৫০০ থেকে ৮০০ টাকা ও ট্রাকগুলোতে ৪০০ থেকে ৬০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া ফুলপুর হতে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিগুলোতে নিয়মিত ভাড়া জনপ্রতি ৬০ টাকার পরিবর্তে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে নিচ্ছেন চালকরা। ঈদকে পুঁজি করে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।

(এসআই/এসপি/জুন ২২, ২০২৪)