মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ড্রেজিং মেশিন অকার্যকর ও বালু তোলার কাজে ব্যবহৃত পাইপ নষ্ট করে দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ও চোকদার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন ভ্রাম্যমান অভিযানে যান। মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ও চোকদার ব্রিজ এলাকার আড়িয়াল খা ও কুমার নদে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু ব্যবসায়িরা টের পেয়ে পালিয়ে যান। তবে এই অভিযানে ২ টি ড্রেজিং মেশিন অকার্যকর করা হয়। এছাড়াও প্রায় ৩ হাজার মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, ভ্রাম্যমাণ অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়িরা পালিয়ে যান। তবে এসময় ২টি ড্রেজিং মেশিন অকার্যকর ও ৩ হাজার মিটার পাইপ নষ্ট করা হয়। তাছাড়া আমাদের এই অভিযান সব সময়ই চলমান থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।

(এএসএ/এসপি/জুন ২০, ২০২৪)