গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মাধে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর এলাকার সর্দারপাড়া গ্রামে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২ জনকে খুলনা ও ২ জনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ জন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে সর্দারপাড়া এলাকায় ফুটবল খেলার মাঝে একই গ্রামের আজাহারুল মোল্লা ও বাঘা শেখের মধ্যে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা তারা বাড়িতে এসে জানালে দু’ পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ প্রায় ২০ জন আহত হয়। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

(টিবি/এসপি/জুন ১৯, ২০২৪)