স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে এসআরএফসি রাণীশংকৈল ঠাকুরগাঁও ৩-১ গোলে কুষ্টিয়া জেলাদলকে পরাজিত করে বিজয়ী হয়েছে। ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছেন কুষ্টিয়া জেলাদল দলের মোরশেদ আলী। এই খেলোয়াড় জাতীয় দলের অন্যতম খেলোয়াড় এবং সে পঞ্চগড় জেলার বোদা উপজেলা ফুটবল একাডেমির সদস্য। তাঁর হাতে টফি তোলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (এমপি)। 

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম। গত ১১ জুন বিকাল সাড়ে ৪টায় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও টুর্নামেন্টের সভাপতি। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩-২ গোলে জয়পুরহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।

১২ জুন দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুরকে হারিয়ে বিজয়ী হয়েছে এসএফসিএ-টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা। ১৩ জুন তৃতীয় ম্যাচে ১-০গোলে স্যান্টোস ক্লাব রংপুরকে পরাজিত করে বিজয় লাভ করে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি। ২০ জুন বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল মাঠে নামবে এসএফসিএ টু-স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা বনাম বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি।

দ্বিতীয় সেমিফাইনাল ২১ জুন শুক্রবারে মুখোমুখি হবে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম এসআরএফসি রাণী শংকৈল ঠাকুরগাঁও। এর এক সপ্তাহ পর ২৮ জুন শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। প্রতিটি ম্যাচের মধ্যমাঠ পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় সাবেক রেফারি ভূবন মোহন তরফদার। প্রতিদিনের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচনের দায়িত্ব পালন করেছেন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম ও তাঁর দুইসহযোগী। সহযোগী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন রওশন কবির ও টিআই সামি। খেলার ধারা বর্ণনায় রয়েছেন ভাষ্যকার খোরশেদ রায়হান ও রবিউল ইসলাম।

(আরএআর/এসপি/জুন ১৪, ২০২৪)