শিমুল সাহা, লক্ষ্মীপুর : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা ভূমি অফিসের কার্যালয়ের সম্মুখে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার প্রতিটি নাগরিকের ভূমিসেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভূমি বিষয়ক আইন সম্পর্কে নতুন প্রজন্মদের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন। দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে জমি বাড়ছে না তাই কৃষি জমি রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অংশীদার ভূমি মন্ত্রণালয়। বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন কেইস ম্যানেজমেন্ট ও ই-পর্চার মতো উদ্যোগ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। রাউজানে ভূমিসেবা বর্তমানে শতভাগ অনলাইনে প্রদান করছে। ক্যাসলেস অফিস পরিচালনা করা হচ্ছে। ভূমি বিষয়ক আইন কানুনসমূহ জানা এবং ভূমিসেবা প্রাপ্তি সহজতর করতে এই ধরণের জনসচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক মোহাম্মদ আরিফুল হক প্রমুখ। এছাড়া ও পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/জুন ১৩, ২০২৪)