একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪  উদ্বোধন করা হয়েছে। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি থানা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এসময় মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা মৎস অফিসার সাইদ আহমদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, সরিষা ইউনিয়ন ভূমিকর্মকর্তা মোঃ রেজওয়ান হোসেন, যশাই ইউনিয়ন ভূমিকর্মকর্তা আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা ভূমিক কর্মকর্তা সুদর্শন কুমার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাংশা উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি বলেন, আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(একে/এসপি/জুন ০৮, ২০২৪)