স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন ম্যাচ আগামী ১১ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

টুর্নামেন্ট সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার প্রথম সারির ক্রীড়া ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বদানকারী ১২৬ জনকে নিয়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

৮টি জেলার দক্ষ দল নিয়ে আয়োজিত জেলাক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট ফুটবল একাডেমি। ১২ জুন (বুধবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর বনাম এস এফ সি এ টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা। ১৩ জুন (বৃহস্পতিবার) মুখোমুখি হবে রংপুর স্যান্টোস ক্লাব বনাম বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি। ১৪ জুন (শুক্রবার) মাঠ কাঁপাবে এস আর এফ সি রাণী শংকৈল-ঠাকুরগাঁও বনাম কুষ্টিয়া জেলাদল। ২০ জুন (বৃহস্পতিবার) প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন (শুক্রবার)। এক সপ্তাহ পর ২৮ জুন (শুক্রবার) বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে চূড়ান্তপর্ব।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদা'ত সম্রাট বলেন, নিবন্ধনকৃত প্রত্যেকটি দলই শক্তিশালী। এবারের টুর্নামেন্টে দেশের নামী দামী খেলোয়াড়রা অংশ গ্রহণ করবে বলে আমরা আশা করছি।

এ বিষয়ে প্রবীণ দর্শক আফছার আলী (৬৫) বলেন, পঞ্চগড়ের ক্রীড়া অঙ্গনের এতই করুন অবস্থা, স্বাগতিক দল নেই!

এই বিষয়ে সাখাওয়াত উল্লাহ শাহীন নামের একব্যক্তি তাঁর সামাজিক যোগাযোগ মন্তব্য করেছেন, 'পঞ্চগড় জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অথচ পঞ্চগড়ের টিম নাই এটা তো দুঃখ জনক! পঞ্চগড় কি প্লে অফ স্টেজ পার করতে পারেনি, আয়োজক হিসেবেও জায়গা হলোনা পঞ্চগড়ের!'

স্বাগতিক দল না থাকায় ক্রীড়ামোদী বিভিন্ন মহলে নানাবিধ গুঞ্জন চলছে। উল্লেখ্য, টুর্নামেন্ট ১০ জুন শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে তা একদিন পিছিয়ে ১১ জুন করা হয়েছে।

(আরএআর/এসপি/জুন ০৬, ২০২৪)