শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তি কুতুরপুর গ্রাম থেকে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ইজিবাইক চালক একই উপজেলা মুন্সিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ কাওছার (৪০)।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে দামুড়হুদা উপজেলার কুতুরপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হবে। এ খবর পেয়ে কুতুবপুর পাকা রাস্তার পাশে ওৎ পাতে বিজিবির একটি টহলদল। এ সময় সীমান্তের দিকে একটি ইজিবাইক যেতে দেখে সেটিকে থামার সংকেত দেয়া হলে চালক ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশী করলে কোমরে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার হয়।
উদ্ধার স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

(এসএল/এসপি/জুন ০৫, ২০২৪)