রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে  নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল তিনটায় ওই শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফরিদপুর জেলার মধুখালি, চরভদ্রাসন ও সদর উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণও।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রথম ধাপের নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এ সময় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নুরুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) মহিদুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মেহেদী হাসান প্রমুখ।

ফরিদপুর সদর, মধুখালি ও চরভদ্রাসন উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দও এসময় উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণ সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের পশাপাশি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত থাকার শপথ নেন।

প্রথম ধাপে ফরিদপুর জেলার যে তিন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ নিয়েছেন তারা হলেন- ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা ও মধুখালি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান।

(আরআর/এএস/জুন ০৩, ২০২৪)