সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া মাহিরুননেছা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন মোঃ কবির হোসেন।

সোমবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মাদ্রাসার সম্মেলন কক্ষে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের ৯জন সদস্যর মধ্যে আটজন সদস্য তাদের ভোট প্রদান করেন। সভাপতি প্রার্থী হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্ধীতা করেন। ভোট গনণা শেষে কবির হোসেন ৮টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার বিনয় কুমার চাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৯ মে ২০২৪ সকাল ১১ টায় উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদের সমর্থনে ৪জন সাধারণ অভিভাবক সদস্য, ১ জন মহিলা সদস্য নির্বাচিত হয়। এছাড়াও দাতা সদস্য একজন ও সাধারণ শিক্ষক সদস্য ৩জন নির্বাচিত হয়।

(এএনএইচ/এএস/জুন ০৩, ২০২৪)