মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মধ্যে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা ও ৫০ টি পরিবারের মধ্যে ৫০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করছেন বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক।

শনিবার (০১ জুন ) বিকেল সাড়ে চার টায় ব্র্যাক ব্যাংকের বরগুনা জেলা কার্যালয় এ সহায়তা প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান ব্র্যাকের এ্যসোসিয়েট ডিরেক্টর বেলায়েত হোসেন, ডেপুটি পোগ্রাম হেড এহসানুল ইসলাম, সহ উপস্থিত ছিলেন। এছাড়াও অফিসের সকল কর্মী বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রিমেলের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বরগুনার বিভিন্ন অঞ্চলে যে সহায়তা দেওয়া হয়েছে ১৫০ পরিবারকে দুই হাজার টাকা করে ৩০ হজার টাকা এবং ৫০ টি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ১ কেজি আলু, ১ কেজি লবণ বিতরণ করা হয়।

(এসএস/এএস/জুন ০২, ২০২৪)