মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহামুদুন নবী, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নারী নেত্রী শারমিন আক্তার রূপালী প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/মে ৩১, ২০২৪)