স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (২৯ মে) পটুয়াখালীর কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার এক হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন সরবরাহ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা জানান, দেশের যেসব উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে, সব যায়গায় একযোগে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

(ওএস/এএস/মে ৩১, ২০২৪)