অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোয়াজ্জেম হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম ভুট্টো ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চামেলী বেগম নির্বাচিত হয়েছেন। বুধবার নির্বাচন শেষে দিবাগত রাত ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মোয়াজ্জেম হোসেন বাবলু আনারস প্রতীকে ৪০ হাজার ২৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান দোয়াত-কলম প্রতীকে ২৪ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন।

এ পদে পরাজিত ৩ প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়াজী ঘোড়া প্রতীকে ১৫৮৪৩, শরিফুল হাসান মোটরসাইকেল প্রতীকে ৭৯৮২ ও জামাল উদ্দিন আলী কাপ-পিরিচ প্রতীকে ৯৮৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের রেজাউল করিম ভুট্টো ৪৫৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের বেলাল পাটোয়ারী পেয়েছেন ৩৯৩৭৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের চামেলী বেগম ৩১২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী মোছা. আঞ্জুয়ারা (হাঁস) পেয়েছেন ২৫০১২, শিউলী বেগম (ফুটবল) পেয়েছেন ১৮২০৭ ও আনিসা বিলকিস (সেলাই মেশিন) পেয়েছেন ১০০৭০ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সর্বমোট ১০০ ভোট কেন্দ্রে ৬৬২ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন। এ নির্বাচনে উপজেলার ৩৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

(এডিকে/এসপি/মে ৩০, ২০২৪)