একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাঁচটি উপজেলায় ১ হাজার ৬৯টি কেন্দ্রে এবার ১ লক্ষ ৫০ হাজার ৩০০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আগামী ১ জুন দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বছর জেলায় ১ লক্ষ ৫০ হাজার ৩০০ জন শিশুকে ১ হাজার ৬৯টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৮ হাজার ৩০০ জন শিশু পাবে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার শিশু পাবে লাল রঙের ক্যাপসুল।

কর্মশালায় রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় ভিটামিন এ ক্যাসুল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, নির্দিষ্ট দিনেই চেষ্টা করবেন সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। যদি কোন শিশু বাদ পরে, তাহলে স্বাস্থ্যকর্মীরা পরবর্তী তিন দিনের মধ্যে খুঁজে বের করে ওই শিশুকে ক্যাপসুল খাওয়াবে। এ ভিটামিন এ ক্যাপসুলের অনেক উপকারীতা আছে। রাত কানা রোগের একমাত্র কারণ ভিটামিন এর অভাব। প্রথমে রাত কানা ও পরে সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে। শিশুদের পাশাপাশি বড়দেরও ভিটামিন এ প্রয়োজন। ফলে বড়রা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। ক্যাম্পেইনের দিনে নানা কারণে শিশুরা অসুস্থ হতে পারে। এ জন্য জনগণকে কেউ বিভ্রান্তি বা ভুল ম্যাসেজ দিয়ে গুজব ছড়াবেন না।

(একে/এসপি/মে ২৮, ২০২৪)