দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে-ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। এখন চলছে ভোট গণনা। সারাদিন হালকা মেঘাচ্ছন্ন থাকলেও গরম কম ছিলো। এমন পরিবেশে ভোটাররা সকালে কম এলেও সকাল দশটার পরে ভোটারদের উপস্থিতি বাড়তে খাকে। 

তবে এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কম বলে সাধারন ভোটাদের মন্তব্য। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো হট্টগোল বা বিশৃঙখলার সংবাদ জানা যায়নি।

ধামরাই উপজেলায় এবার ৩ লাখ ৬১ হাজার ১৪৭ টি ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১৮০৯০৪ জন। মহিলা ভোটার ১৮০২৪২ জন। ১ জন রয়েছে হিজরা ভোটার। ১৪৮ টি ভোট কেন্দ্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ মঙ্গলবার শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। ২০ জন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যদের সমন্বয়ে কড়া নিরাপত্তর মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। রাতের মধ্যেই ফলাফল জানা যাবে বলে ধারনা করা হচ্ছে।

ধামরাই উপজেলা নির্বাচন কমিশনার জাহিদ হোসেন জানান, ধামরাইয়ে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি ভালো আছে। আশা প্রকাশ করে বলেন নির্বাচন অবাদ ও সুষ্টু ভাবে সম্পন্ন হবে থামরাইয়ে।

ধামরাই উপজেলা ইউএনও ও রিটার্নিং অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন ভোট গণনা চলছে। কোনো প্রকার সমস্যা নেই। অবাদ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

(ডিসিপি/এসপি/মে ২১, ২০২৪)