আবু নাসের হুসাইন, সালথা : ষষ্ঠ উপজেলা নির্বাচনের ২য়ধাপে অনুষ্ঠিত হয় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫০টি কেন্দ্রে চলে এই ভোটগ্রহণ। 

ভোট চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোর্শেদ আলম।

এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সালথা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪২হাজার ১শ’ ৪৮। এরমধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৪শ' ৪৪ ভোট, মহিলা ভোটার ৬৭ হাজার ৪শ ৪ ভোট। উপজেলার ৫০ টি কেন্দ্রে চলে এ ভোটগ্রহণ।

উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

(এএন/এসপি/মে ২১, ২০২৪)