রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা, তালা ও আশাশুনিতে আজ মঙ্গলবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোটগণনার কাজ। শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও ভোট গণনার লক্ষ্যে ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার দায়িত্ব পালন করছে।

তবে আশাশুনিতে ৮৭টির মধ্যে ২০টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র থাকায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারীকে থানার নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশের স্ট্যান্ডিং ফোর্সের প্রধান করা হয়েছে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে আশাশুনি থানার নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার তালা উপজেলার নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা বিদে বিদে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যেয়ে জানা গেছে, বেলা বাড়ার সাথে সাথে ভোটরদের উপস্থিতি বাড়ে।

তালা, দেবহাটা ও আশাশুনি নির্বাচনের রিটাণিং অফিসার সরোয়ার হোসেন জানান, তিনটি উপজেলার ২৮টি ইউনিয়নের ২২১টি ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে ভোটার সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৯৭১। ভোট গণনার কাজ শুরু হয়েছে বিকেল সাড়ে চারটা থেকে। রাত ১১টার মধ্যে ভোটের ফলাফল জানা যাবে।

(আরকে/এসপি/মে ২১, ২০২৪)