স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে ২য় ধাপে ৩টি উপজেলায়  নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার(২১শে মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চৌগাছা ঝিকরগাছা ও শার্শা উপজেলায় মোট ভোটার রয়েছে ৭ লক্ষ ৬১ হাজার ৭শত ১১ জন ।  ৩ উপজেলায় ২৯৩ টা ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

এদিন সকালে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুব কম। ভোট কেন্দ্রের বাইরে কিছু লোক সমাগম থাকলেও কেন্দ্রের ভিতরে কোনো লাইন চোখে পড়ে নি। চৌগাছা উপজেলার সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৩ শত ৫১ জন। সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৪২ টা।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কবিতা খানম বলেন, ভোট কেন্দ্রে ভোটার আসা না আসা তাদের ব্যাপার। আমার কেন্দ্রে সুষ্ঠ সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

মাশিলা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১৯ শত ৪৫ ভোটের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত ৩ শত ৪২ ভোট পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মারুফ হোসেন।

চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা আরিফুল ইসলাম বলেন, ভোটে কারা প্রার্থী হয়েছেন তাদের তিনি চিনেন না। প্রার্থীরা তার কাছে বা বাড়িতে গিয়ে কোনো দিন ভোট চাইনি। পছন্দের চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে তিনি বাড়ি ফিরছেন।

এদিকে চৌগাছা উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট সাইফুর রহমান বলেন, ইভিএম এ ভোট দিতে মানুষ অভ্যস্থ না। প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকরা গুজব রটাচ্ছে ভোট যেখানে দেওয়া হোক না কেন তারাই পাশ করবে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, এখনও পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠ রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রগুলো প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে।

(এসএমএ/এএস/মে ২১, ২০২৪)