নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একজন ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে কৌশলে তার ইজিবাইকটি অজ্ঞাত দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে ওই ইজিবাইকের চালক লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২০ মে)সকাল সাড়ে ৯টার দিকে শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের ইজিবাইক চালক শিমুল ৩ জন যাত্রী নিয়ে লোহাগড়ার উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইজিবাইক চালক শিমুলকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনতাই করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলার বারান্দায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় জানান, ঘটনা শুনেছি। ভুক্তভোগীর জ্ঞান ফিরলে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/মে ২০, ২০২৪)